জয়ের ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি
টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ঘুরে দাঁড়িয়ে আবার টানা দুটি ম্যাচেই জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। গতকাল শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ম্যানসিটি।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। দলের পক্ষে দুটি গোল করেন ইলকাই গিনদোয়ান ও ফেররান তরেস।
লিগে ঘরের মাঠে এই নিয়ে নিউক্যাসলের বিপক্ষে টানা ১২ ম্যাচে জয় পেল ম্যানসিটি। এ ছাড়া এই জয়ের মাধ্যমে চলতি প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে ফিরল ক্লাবটি।
গতকাল ম্যাচের ১৪ মিনিটে গোল পেয়ে যায় ম্যানসিটি। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন গিনদোয়ান।
বাকি গোলটি আসে বিরতির পর। ৫৫ মিনিটে ডান দিক থেকে জোয়াও কানসেলোর ক্রস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি অতিথি খেলোয়াড় ফেদেরিকো ফের্নান্দেস। ছুটে এসে বল জালে ঠেলে দিয়ে স্কোরলাইন ২-০ করেন তরেস।
এরপর ম্যাচের বাকি সময় রক্ষণ আগলে আক্রমণ করেছে ম্যানসিটি। ম্যাচের ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে ১১ বার অন টার্গেট শট নিয়েও ব্যবধান আর বাড়াতে পারেনি সিটি।
লিগে ১৪ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে ম্যানসিটি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নিউক্যাসল।
দিনের আরেক ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে আর্সেনাল। ২৫ পয়েন্ট নিয়ে সাতে চেলসি।
লেস্টার সিটির সঙ্গে ২-২ ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চারে আছে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে আছে এভারটন।