জয়ের পথে পাকিস্তান
ব্যাটিংয়ে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে আটকে গেছে অল্প রানেই। তবে বল হাতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। রান তাড়া করতে নামা পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৫ বলে ১ রান করে ফিরেছেন বাবর। অবশ্য সেই ধাক্কা সামলে জয়ের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।
আজ শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রান গড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে জিতে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। আজ বাংলাদেশকে হারাতে পারলেই সিরিজ নিশ্চিত করবে বাবর আজমের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। বরাবরের মতো হতাশ করেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সাইফ হাসান। গতকাল অভিষেকে ব্যর্থ হওয়া সাইফকে আজও সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি।
প্রথম ওভারেই পাকিস্তানের একাদশে ফেরা শাহীন শাহ আফ্রিদির বলে আউট হন সাইফ। আফ্রিদির ফুল লেংথ বল পিচ করে ভেতরে ঢোকে। ওই গতি আর মুভমেন্টের জবাব দেননি সাইফ। কিন্তু বল লাগে প্যাডে। সঙ্গে সঙ্গে আবেদন তোলে পাকিস্তান। প্রথমে পাকিস্তানের আবেদন সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। গোল্ডেন ডাকে ফিরে যান সাইফ।
উইকেটে ধুঁকতে থাকা নাঈমও পারলেন না থিতু হতে। পরের ওভারেই তাঁকে ফাঁদে ফেলেন মোহাম্মদ ওয়াসিম। ৮ বলে ২ রানে ফেরেন নাঈম।
দ্রুত ওপেনারদের হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফিফ উইকেটে আসলেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা ঘটে। ইনিংসের তৃতীয় ওভারে পাকিস্তানি পেসার আফ্রিদির বল ডিফেন্স করেন আফিফ। কিন্তু বোলার আফ্রিদি নিজের বলটি হাতে নিয়েই আফিফ দাঁড়িয়ে থাকা ক্রিজের স্টাম্পে খুব জোরে থ্রো করে বসেন। অথচ তখন ক্রিজ থেকেই বের হননি আফিফ। আফ্রিদির থ্রো করা বল তাঁর পায়ে লেগে যায়। সঙ্গে সঙ্গে ক্রিজেই পড়ে যান আফিফ। পরে বাংলাদেশের ফিজিও মাঠে ঢুকে শুশ্রূষা করে আফিফকে সুস্থ করে তোলেন।
উঠে দাঁড়িয়ে ২১ বলে ২০ রানের ইনিংস উপহার দেন আফিফ। নবম ওভারে শাদাব খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশি এই ব্যাটসম্যান। ৪৬ রানে ভাঙে বাংলাদেশের তৃতীয় জুটি।
আফিফ ফিরলে মাহমুদউল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়েন শান্ত। সেই জুটি বেশি লম্বা হয়নি। মাহমুদউল্লাহর বিদায়ে ২৮ রানে ভাঙে ওই জুটি। ১৫ বলে ১২ রান করেন বাংলাদেশ অধিনায়ক। মাহমুদউল্লাহ ফেরার পরপরই উইকেট উপহার দিয়ে ফেরেন শান্ত। শাদাব খানের বলে ক্যাচ তুলে দেওয়া শান্ত করেন ৪০ রান। ৩৪ বলে তাঁর ইনিংসে আছে পাঁচটি বাউন্ডারি।
আফিফ-শান্ত ফেরার পর রানের গতি কমে যায় বাংলাদেশের। শেষ দিকে নুরুল-আমিনুলদের ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ১০৮ রান করে বাংলাদেশ।