জয়ের ম্যাচে ধোনিকে টপকে গেলেন কোহলি
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড স্পর্শ করেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গতকাল বৃহস্পতিবার আহমেদাবাদে তৃতীয়টিতে জয় নিয়ে এবার টপকে গেলেন সাবেক অধিনায়ককে। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে এখন সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নেতা হলেন কোহলি।
সিরিজের তৃতীয় ম্যাচটি মাত্র দুদিনে জিতে ইতিহাস গড়েছে কোহলির ভারত। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র ৪৯ রান। কোনো উইকেট না হারিয়েই ১০ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকেরা। এই জয়ের মাধ্যমে সিরিচে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ভারতের ঘরের মাঠে ২৯ টেস্টে অধিনায়ক হিসেবে ২২টি তে জয় পেলেন কোহলি। এর আগে এখানে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টি জিতেছিলেন সাবেক অধিনায়ক ধোনি।
এর আগে অবশ্য সব মিলিয়ে জয়ের রেকর্ডে ধোনিকে ছাড়িয়ে গিয়েছিলেন কোহলি। ৫৯ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ৩৫টিতে জিতেছেন কোহলি। অন্যদিকে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে ২৭টি জয় পান ধোনি।
ভারতের জয়ের দিনে প্রশ্ন উঠেছে পিচ নিয়ে। আহমেদাবাদের এই পিচে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন অনেকই। প্রথম দিনে দুই দলের ১৩ উইকেট পড়ার পর এদিন মাত্র দুই সেশনেই ১৭ উইকেট পড়েছে। পিচ নিয়ে আয়োজক হিসেবে বিসিসিআই অস্বস্তিতে পড়েছে। যদিও আইসিসি জানিয়ে দিয়েছে, পিচের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না ভারতের।
ম্যাচটিতে দুই ইনিংস মিলে অক্ষর ১১ উইকেট এবং অশ্বিন সাত উইকেট নেন। ২০ উইকেটের ১৯টিই দখল করলেন স্পিনাররা। এদিন জফরা আর্চারকে আউট করার সঙ্গেই ক্যারিয়ারের ৪০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক গড়েলেন অশ্বিন।
চতুর্থ ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন অশ্বিন। এর আগে অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) ও হরভজন সিং (৪১৭) এই কীর্তি গড়েন।