জয় দিয়ে শুরু মুশফিকের আবাহনীর
ঢাকা প্রিমিয়ার লিগে জয় দিয়ে শুরু করেছে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে সাত উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।
মিরপুরে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব । দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেছেন তাসামুল হক। ৫৪ বলে তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। ২২ রান করেছেন মঈন খান। বাকিরা তেমন জ্বলে উঠতে পারেননি।
আবাহনীর হয়ে বল হাতে দারুণ করেছেন তাইজুল ইসলাম। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এই স্পিনার।
অন্যদিকে, পেসার মেহেদি হাসান রানা ৩১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তবে জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন তেমন সাফল্য পাননি। ২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। একটি নিয়েছেন শহীদুল ইসলাম।
মাঝে বৃষ্টি বাগড়া দিলে ম্যাচটি অনেক সময় বন্ধ থাকে। এর ফলে বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭০ রান। জবাব দিতে নেমে সেই লক্ষ্যে দলকে সহজেই নিয়ে যান মুশফিকুর রহিম। ২৬ বলে ৩৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা।
মুশফিকের পাশাপাশি মোহাম্মদ নাঈম করেন ১৭ বলে ১৯ রান। ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। বড় জয়ে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠেছে আবাহনী লিমিটেড।
আবাহনী লিমিটেড : মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আরাফাত সানি, শহিদুল ইসলাম, তানজিব হাসান সাকিব, মেহেদি হাসান রানা, তৌহিদুল ইসলাম রাসেল, মুনিম শাহরিয়ার, শাহিন আলম, রাকিবুল ইসলাম রাজা, একেএস স্বাধীন।
পারটেক্স স্পোর্টিং ক্লাব : রবিউল ইসলাম, সাখির হোসেন শুভ্র, নিহাদ উজ জামান, আব্বাস মুসা আলভি, জয়নুল ইসলাম, হাসানুজ্জামান, সায়েম আলম রেজভি, মইন খান, তাসামুল হক, জুবাইর হোসেন লিখন, নাজমুল হোসেন মিলন, শাহবাজ চৌহান, ধীমান ঘোষ, ইজহারুল ইসলাম কানন, রনি হোসেন, মোসাদ্দেক ইফতেখার রাহি, শফিউল হায়াত হৃদয়।