টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি মিশন। ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক বাংলাদেশ। সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার (৯মার্চ) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে সাকিবের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়ানডেতে সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে ব্যর্থ স্বাগতিক বাংলাদেশ। তবে শেষ ওয়ানডেতে স্বস্তির জয়ে আত্নবিশ্বাসী বাংলাদেশ সফরকারী ইংল্যান্ডকে চমক দিতে চায়। যদিও কাজটা সহজ হবে না, কারণ প্রতিপক্ষ ইংল্যান্ড যে টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন।
একদিকে নবাগত তৌহিদ-রনিরা নিজেদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিতে মরিয়া। অন্যদিকে আর্চার-রশিদরা ওয়ানডের ধারাবাহিকতা টি-টোয়েন্টিতেও ধরে রাখতে চায়। সবমিলিয়ে দু’দলের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের হয়ে তৌহিদ হৃদয়ের অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, রনি তালুকদার, শামিম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।