টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান
গ্রুপ 'বি'-তে দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান-জিম্বাবুয়ে। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুখ দেখার প্রত্যাশায় মাঠে নেমেছে উভয় দল। পার্থে ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে মেলবোর্নে ভারতের কাছে শেষ বলে হার মানে পাকিস্তান। অপরদিকে হোবার্টের বৃষ্টির আশীর্বাদে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে। দুই দলই এখনও জয়ের মুখ দেখেনি। আসরে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই।
ভারতের কাছে স্নায়ুর যুদ্ধে হার মানে পাকিস্তান। ম্যাচ শেষেই ড্রেসিংরুমে পাকিস্তান অধিনায়ক বাবর আজম দলকে উজ্জীবিত করেন। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। জিম্বাবুয়ের প্রেরণা গ্রুপ পর্বে চমৎকার ক্রিকেট খেলে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া। বৃষ্টিস্নাত প্রথম ম্যাচেও ব্যাটিংয়ে আহামরি খারাপ খেলেনি তারা।
দুই দলই মাঠে নামবে প্রতিপক্ষকে হারাতে। শক্তিমত্তায় জিম্বাবুয়ে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টি যে কেউ যে-কোন সময় জ্বলে উঠলে বড়-ছোটোর ব্যবধান থাকে না। পার্থেও এমন কিছু হবে কি-না, জানা যাবে ঘন্টা তিনেক বাদেই।