টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক, কোহলির ব্যাটে শুধুই হতাশা
লম্বা সময় ধরে ক্রিকেটে আদিপত্য রেখেছেন বিরাট কোহলি। হয়েছেন বোলারদের ভয়ের কারণ। মাঠে নামলেই সেঞ্চুরি করাটা যেন ছেলেখেলা ছিল তাঁর কাছে। সেই কোহলিই এখন দুই বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো শতক পাননি।
শুধু কি তাই? ঘরোয়া ক্রিকেটেও কথা বলছে না কোহলির ব্যাট। চলমান আইপিএলেও এখন পর্যন্ত দেখা পাননি কোনো হাফসেঞ্চুরির। এমনকি গত দুই ম্যাচে টানা গোল্ডেন ডাকে সাজঘরে ফিরেছেন তিনি। এক সময় রানের ফোয়ারা তোলা কোহলির ব্যাটে এখন শুধুই হতাশার গল্প।
চলমান আইপিএলে প্রথম ম্যাচে ৪১ রান করেছেন কোহলি। চতুর্থ ম্যাচে করেছেন ৪৮ রান। এ ছাড়া বাকি ছয় ম্যাচে করেছেন মাত্র ৩০ রান। আর সবশেষ দুই ম্যাচে প্রথম বলেই বিদায় নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর কোচ সঞ্জয় বাঙ্গার অবশ্য বলছেন, ছন্দ ফিরে পেতে সবরকম চেষ্টাই করে যাচ্ছেন কোহলি।
বাঙ্গার বলছেন, ‘কোহলি বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। ক্রিকেটাররা অনেক সময়ই এরকম বাজে সময়ের মধ্য দিয়ে যায়। মৌসুমের শুরুটা সে ভালোভাবেই করেছিল। এরপর একটা বাজে রান আউট বা বল প্রথমবার ব্যাটের কানায় লেগেই ফিল্ডারের হাতে যাওয়া, ক্রিকেটে এসব হতেই পারে।’
এরপর তিনি কোহলি রানে ফেরার চেষ্টা নিয়ে বলেন, ‘কোহলির পক্ষে যা করা সম্ভব, নিশ্চিতভাবেই সবকিছুই সে করছে। ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করছে, বিরতিও নিচ্ছে এবং চাপকে পেয়ে বসতে দিচ্ছে না। নিয়মিতই সে বিশ্রাম নিচ্ছে এবং সামনেও নেবে।’