টানা দ্বিতীয় জয় মোহামেডানের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ রোববার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে তারা ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ রানে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে।
এটি মোহামেডানের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়েছিল মোহামেডান।
বিকেএসপির চার নম্বর মাঠে ইরফান শুক্কুরের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১৫৯ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নামলে বৃষ্টির বাঁধার মুখে পড়ে ওল্ড ডিওএইচএস। বৃষ্টি কমার পর তাদের সামনে নতুন লক্ষ্য হয় ১৬ ওভারে ১২৫। নির্ধারিত ১৬ ওভারে ১১৫ রান করেই থেমে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেনের (১৪) উইকেট হারায় মোহামেডান। আরেক ওপেনার আব্দুল মজিদ ২৯ রান করেন।
দ্রুত দুই উইকেট হারানোর পর ইরফান শুক্কুর দারুণ দৃঢ়তা দেখান। তিনি ৪২ বলে পাঁচটি ছক্কা ও তিনটি চারে ৬৮ রান করেন।
ছোট লক্ষ্যে ওল্ড ডিওএইচএস ভালো শুরুই করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। মাহমুদুল হাসান জয় দলটির হয়ে সর্বোচ্চ ১৮ বলে ২৬ রানের ইনিংস খেলেন। এছাড়া আনিসুল ইসলাম ইমন ২৩, মহাইমিনুল খান ১৭ বলে ২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
মোহামেডানের শুভগত হোম ২৫ রানে দুটি উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। এছাড়া তাসকিন নেন ১২ রানে একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান: ২০ ওভারে ১৫৪/৫ (মজিদ ২৯, পারভেজ ১৪, শুক্কুর ৬৮*, শামসুর ১৭, নাদিফ ১৪, শুভাগত ৫*; আল ইসলাম ৪-০-২১-১, রকিবুল ৪-০-৩০-২, হামিদুল ৪-০-২৬-১, আসাদুজ্জামান ৪-০-৪০-১)।
ওল্ড ডিওএইচএস: (লক্ষ্য ১৬ ওভারে ১২১) ১৬ ওভারে ১১৫/৪ (আনিসুল ২৩, রাকিন ১৭, মাহমুদুল ২৬, রায়ান ১২, মোহাইমিনুল ২০*, প্রিতম ২*; তাসকিন ৩-১-১২-১, আবু জায়েদ ৩-০-১৭-০, শুভাগত ৩-০-২৫-২)।
ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে জয়ী মোহামেডান।