টিকেটের জন্য হাহাকার চলছে
ফিফা বিশ্বকাপ ফুটবল আগামী ২১ নভেম্বর মাঠে গড়াচ্ছে। এরই মধ্যে ৩২টি দল নিশ্চিত হয়েছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা টিকেটের জন্য হাহাকার করছে।
টিকেট বিক্রির দুটি রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে। তৃতীয় ও শেষ উইন্ডো এখন খোলা রয়েছে। ফিফা ডটকমের খবরে জানা গেছে, তারা এরই মধ্যে ১.৮ মিলিয়ন টিকেট বিক্রি করেছে।
ফিফা ঘোষণা করেছে, যাঁরা টিকেট বিক্রি করতে চান তারা অফিসিয়াল টিকেট রিসেল প্ল্যাটফর্মে আবার বিক্রির জন্য জমা দিতে পারেন।
কাতার, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, সৌদি আরব, স্পেন, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সংখ্যক টিকেট কিনেছে।
২০২২ কাতার বিশ্বকাপে ক্যাটাগরি থ্রি টিকিটের দাম পড়েছে ২৫০ কাতারি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯০০ টাকা)। অথচ রাশিয়া বিশ্বকাপে এই ক্যাটাগরির টিকেটের দাম ছিল প্রায় ৮৮০০ টাকা।
তবে কাতারের নাগরিকরা টিকেট পাচ্ছেন সবচেয়ে কম দামে। স্থানীয়দের টিকেটের জন্য গুনতে হচ্ছে ৪০ কাতারি রিয়াল (৯৫০ টাকা)। এই দামে টিকেট পাবেন কাতার প্রবাসীরাও। তবে ২০১৮ বিশ্বকাপে রাশিয়ান নাগরিকদের খরচ হয়েছিল ২২ ইউরো (প্রায় ২১৫০ টাকা)।
একজন দর্শক সর্বোচ্চ ৬০টি টিকেট কিনতে পারবেন। প্রতি ম্যাচের জন্য ৬টির বেশি টিকেট কিনতে পারবেন না একজন।