টিকে থাকতে আজ জিততেই হবে সার্বিয়াকে
ব্রাজিলের কাছে ২-০ গোলে হার দিয়ে শুরু হয়েছে সার্বিয়ার বিশ্বকাপ যাত্রা। রিচার্লিসনের অসাধারণ দুটো গোলের সামনে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সার্বিয়া। প্রতিপক্ষ আফ্রিকান জায়ান্ট ক্যামেরুন।
প্রথম ম্যাচের হারকে স্বাভাবিকভাবে দেখেন সার্বিয়া কোচ দ্রাগন স্টকোভিচ। ৫৭ বছর বয়সী এই কোচের মতে, ‘ব্রাজিলের বিপক্ষে আমরা হেরেছি। শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। আমরাও নিজেদের সেরা কয়েকজনকে পাইনি চোটের কারণে। আজ সেসব কাটিয়ে জিততে চাই।’
স্টকোভিচ আরও বলেন, ‘আমাদের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। জয়ের কোনো বিকল্প নেই। ক্যামেরুনও আসর শুরু করেছে হার দিয়ে। দুই দলের কাছেই এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। টিকে থাকতে গেলে জয় লাগবেই।’
ফিফা র্যাংকিংয়ে সার্বিয়ার অবস্থা ২১ নম্বরে, ক্যামেরুনের ৪১। এতে খুশি হওয়ার কিছু নেই। বিশ্বকাপে কাউকে হালকা করে দেখাটা হবে বোকামি, তা ভালো করেই জানেন সার্বিয়া কোচ।