টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে যা বললেন তামিম
গত জানুয়ারিতে টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন তারকা ওপেনার তামিম ইকবাল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সেটা নিশ্চিত নয়। এ সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু বলেননি বাঁহাতি এই ওপেনার।
অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে টিম ম্যানেজমেন্টের কেউ নাকি তামিমের সঙ্গে যোগাযোগও করেননি। এ ব্যাপারে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক। আমি এতদিন ধরে খেলছি। এই বিষয়ে আমার কাছ থেকে শোনা উচিত।’
অবশ্য বিসিবির কর্মকর্তারা জোর দিয়ে বলেন, সিদ্ধান্ত পরিবর্তন করতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরার জন্য তামিমকে বোঝানোর চেষ্টা করছেন তারা।
গত মে মাসে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল জালাল ইউনুস চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের জানিয়েছিলেন, টি-টোয়েন্টি পরিকল্পনা সম্পর্কে বাঁ-হাতি ওপেনারের উত্তরের অপেক্ষায় আছেন তারা।
এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘তামিম ইকবাল দলের একজন সিনিয়র খেলোয়াড়। তার অবস্থান অন্য কারো চেয়ে ভালো। ছয় মাস পূর্ণ হওয়ার পর, তার সিদ্ধান্ত আমাদের জানাবেন। আমরা গত তিন-চার মাস ধরে চেষ্টা করেছি (ফেরাতে)।’