টি-টোয়েন্টির মূলমন্ত্র ‘আক্রমণাত্মক’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে আজ শনিবার রাতে। এই সিরিজে ওপেনারদের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। যা অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক অতীতে বাংলাদেশ দলের ওপেনিংয়ে অনেক পরিবর্তন করা হয়। এ সম্পর্কে মাহমুদউল্লাহ বলেন, ‘মুনিম এখনও নতুন, বিজয় সবেমাত্র এসেছে। তাদের সঠিক সুযোগ দিতে হবে। একই সঙ্গে আমাকে এবং টিম ম্যানেজমেন্টকে নিশ্চিত করতে হবে তারা যেন আশ্বস্ত হয়ে খেলতে পারে।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘হোম কন্ডিশনে আমাদের খেলোয়াড়রা যথেষ্ট ধারাবাহিক। কিন্তু দেশের বাইরের কন্ডিশনে আমাদের উন্নতির ঘাটতি রয়েছে। অনেক খেলোয়াড় এখনও তরুণ এবং অনভিজ্ঞ এবং তাদের সময় দিতে হবে।’
‘টি-টোয়েন্টিতে খুব কম সময় থাকে, খুব সচেতন হয়ে খেলতে হয়। বুদ্ধি প্রয়োগ করতে হয়। আমাদের লক্ষ্য হবে খুবই ইতিবাচক এবং একই সঙ্গে আক্রমণাত্মক হয়ে খেলা।’
দলের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব, লিটন, আমি, আফিফ, সোহান ও মোসাদ্দেক আছে। আমাদের ব্যাটিং গভীরতা আছে। বোলিং আক্রমণেও বৈচিত্র আছে। ঠিকভাবে খেলতে পাররে আশাকরি সাফল্য আসবে।’
আগের সাফল্যের কথা স্মরণ করে এই তারকা ব্যাটার বলেন, ‘এখানে আসার সময় আমি সাকিবের সঙ্গে কথা বলেছিলাম। আমরা যখন ড্রেসিংরুমে যাই, তখন আমরা সেই সফরে কেমন সাফল্য পেয়েছিলাম তা স্মরণ করছিলাম। এটা ভাবতে ভালোই লাগছে, কিন্তু সেটা অনেক আগের কথা। এটা আমাদের জন্য একটা নতুন ভেন্যু এবং আমাদের সেই মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’