টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা আজ মঙ্গলবার জানিয়েছেন, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ।
সিরিজটি, ৭ বা ৮ অক্টোবর শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ড ও পাকিস্তান অন্য দুটি দল। খেলা হবে ক্রাইস্টচার্চে।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক ইভেন্টের আগে এটিই হবে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
আজ মঙ্গলবার চট্টগ্রামে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘যদিও এটি এখনও চূড়ান্ত করা হয়নি (ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল) তবে সম্ভবত পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে এই সিরিজ হবে বলে আশা করছি।’
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগে অ্যাডিলেডে সাত থেকে আট দিনের ক্যাম্প করবে বাংলাদেশ।
অ্যাডিলেডের ক্যাম্প চলাকালীন অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া দলের বিপক্ষে সফরকারীরা কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতির জন্য অ্যাডিলেডে যাওয়ার আগে এশিয়া কাপে অংশ নেওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এদিকে জালাল ইউনুস জানিয়েছেন, টুর্নামেন্টে তামিম ইকবালকে পাওয়া যাবে।
তামিম ইকবাল এর আগে ২৭ জানুয়ারি বলেছিলেন, তিনি সংক্ষিপ্ত ফরম্যাট থেকে ছয় মাসের বিরতি নিয়েছেন। তবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেননি তিনি।
এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘তামিম দলের সিনিয়র খেলোয়াড়দের একজন। সে তার অবস্থান থেকে অন্য সবার চেয়ে ভালো বোঝে। আপনারা সবাই জানেন, আমরা তার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি।’
বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘ছয় মাস মেয়াদ শেষ হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত সম্পর্কে জানাবেন। আমি এ সম্পর্কে কিছু বলতে পারব না। গত তিন-চার মাস ধরে আমরা চেষ্টা করেছি, সে বলেছে ক্যারিয়ার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে।’