টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে কারা থাকবেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে ফেরার জন্য প্রস্তুত জাসপ্রিত বুমরাহ এবং হার্শাল প্যাটেল। দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই বোলারের ফিরবেন এটি কোনো চিন্তার বিষয় নয়, কিন্তু তাদের ফেরার জন্য ফিটনেস গুরুত্বপূর্ণ যা তাদের পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে।
বুমরাহ এবং হার্শাল দুজনই ইনজুরির কারণে এশিয়া কাপের দলে ছিলেন না। হার্শাল সাইড স্ট্রেনের কারণে বাইরে ছিলেন এবং বুমরাহ পিঠের চোটের কারণে জুলাই থেকে খেলার বাইরে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, দুজন পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন। সম্প্রতি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে দারুণ বোলিং করেছেন তারা। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করার সময়, বিসিসিআই বলেছিল বুমরাহ ও হার্শাল এনসিএতে ছিলেন।
জসপ্রিত বুমরাহ এবং হার্শাল ইনজুরির কারণে নির্বাচনের জন্য ছিলেন না। তাঁরা বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএতে পুনর্বাসনে রয়েছেন।
তাঁদের ফেরা প্রায় নিশ্চিত, দলে একজন পেসার এবং একজন স্পিনারের প্রয়োজন। এশিয়া কাপের ভারতীয় দলে চার স্পিনার ছিলেন। যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল ছিলেন। তাদের মধ্যে বিষ্ণোই বাদ পড়তে পারেন, যদিও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর নির্বাচক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এশিয়া কাপের ভারতীয় দলে চার পেসার ছিলেন—ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, আভেশ খান ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাদের মধ্যে বাদ পড়তে পারেন আভেশ। মোহাম্মদ শামিকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়ায় ব্যাপক সমালোচিত হতে হয়েছে টিম ম্যানজেমন্টকে। নির্বাচকরা অবশ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে সিরিজে বুমরাহ এবং হার্শালকে নিতে পারেন। দুজনকেই ঘরের মাঠে খেলার জন্য তৈরি করা হবে।
সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের কারণে রবিন্দ্র জাদেজা দলের বাইরে ছিলেন। তাঁর জায়গায় অক্ষর প্যাটেল খেলেছেন। দুই উইকেটরক্ষক ঋষভ পন্ত ও দীনেশ কার্তিক দুজনই আবার নির্বাচিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা কাদের নেবেন সেটাই দখার।
১৫ সেপ্টেম্বর নির্বাচক কমিটির বৈঠক হতে পারে। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর শেষ হবে।