টি-টোয়েন্টিতেও কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ : ক্রিস ওকস
প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা না হলেও, শেষ ম্যাচে স্বস্তির জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে সিরিজ হারলেও লড়াকু বাংলাদেশে মুগ্ধ ইংলিশ পেসার ক্রিস ওকস।
আজ বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকস। টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে সমীহ করেও ওকস জানান, ‘বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। আমার মনে হয় যখনই আপনি বাংলাদেশের বিপক্ষে খেলবেন, বিশেষ করে ঘরের মাঠে আপনাকে কঠিন পরীক্ষা দিতে হবে। আমরা যতবারই ওডিআই সিরিজ খেলতে এসেছি, ততবারই আমাদের কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হয়েছে। আমরা সিরিজ জিতেছি, তবে আমাদের জন্য কাজটা মোটেও সহজ ছিল না।’
ওকস আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই। কোনো পার্থক্য নেই। এটা সত্য যে আমরা বিশ্বকাপ জিতে এসেছি, তবে সত্যি কঠিন কন্ডিশন। এটা আমাদের জন্য বড় পরীক্ষার কারণ হবে। তাই আমাদের জন্য কঠিন সিরিজ হবে বলেই প্রত্যাশা করছি। ’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে সফরকারী ইংল্যান্ড নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া।