টি-টোয়েন্টিতে সাইফ হাসানের অভিষেক
পাকিস্তান সিরিজে সাইফ হাসানকে নিয়ে চমকে দিয়েছিলেন নির্বাচকরা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার পর এবার অভিষেক ক্যাপ পরলেন সাইফ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হলো তরুণ এই ওপেনারের।
একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এবারও সুযোগ হয়নি ইয়াসির আলী রাব্বির। বিশ্বকাপে খেলা শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন ও নাসুম আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। পেস বিভাগে মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদের সঙ্গে আছেন শরিফুল ইসলাম।
অন্যদিকে ম্যাচের আগের দিনই ১২ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সেখান থেকে নেই কেবল শাহিন শাহ আফ্রিদি। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি এই পেসারকে।
বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শোয়েব মালিক।