টি-টোয়েন্টিতে সেরা বোলার হাসারাঙ্গা
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলারের তালিকায় উঠলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রশিদ খানকে হটিয়ে সেরার স্থান দখল করেছেন লঙ্কান এই ডানহাতি লেগ স্পিনার। চলতি বিশ্বকাপে বল হাতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন শীর্ষস্থান ফিরে পেয়ে। ২০২১ সালের নভেম্বরের পর আবারও বোলারদের সেরা হলেন হাসারাঙ্গা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে হাসারাঙ্গা পেয়েছেন ১৫ উইকেট। এর মধ্যে ৩ ম্যাচে পেয়েছেন ৩ টি করে উইকেট। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে অঘটনের শিকার হয়েছিল শ্রীলঙ্কা। পরের দুই খেলায় হাসারাঙ্গার বোলিং দিয়ে কক্ষপথে ফেরে শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮ রানে ৩ উইকেট এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা। এতেই শ্রীলঙ্কা জায়গা করে নেয় সুপার টুয়েলভে। মূল পর্বে আফগানিস্তানের বিপক্ষেও ১৩ রানে ৩ উইকেট নেন লঙ্কান এই তারকা।
এদিকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় কেটেছে জিম্বাবুয়ের। বিশেষত সিকান্দার রাজা ও শন উইলিয়ামস মিলে দলকে এনে দিয়েছেন প্রত্যাশার চেয়ে বেশি। সঙ্গে রয়েছে ব্যক্তিগত উন্নতি। অলরাউন্ডারদের তালিকায় সেরা দশে রয়েছেন দুজনেই। মঈন আলিকে হটিয়ে ৪ নম্বরে এখন রাজা। উইলিয়ামস আছেন ৯ নম্বরে। ২৫২ রেটিং নিয়ে এই তালিকার এক নম্বরে রয়েছেন সাকিব আল হাসান।
এ বছর টি-টোয়েন্টিতে উইলিয়ামসের সংগ্রহ ৩৯৫ রান ও ১০ উইকেট। আর জিম্বাবুয়ের মহারাজ সিকান্দার রাজার জন্য মনে রাখার মতো বছর ২০২২। ৭৩৫ রানের পাশাপাশি শিকার করেছেন ২৫ উইকেট। বিশ্বকাপ বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে রয়েছে ৮ রানে ৪ উইকেটের দুর্দান্ত এক ম্যাচ।
এছাড়া, বোলারদের তালিকায় আটে উঠে এসেছেন ইংল্যান্ড তারকা আদিল রশিদ। চলতি বিশ্বকাপে ২ অর্ধশতসহ ২১৪ রান করা শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশানকা জায়গা করে নিয়েছেন সেরা দশে।