টি-টোয়েন্টির হতাশা ভুলে ওয়ানডেতে সাফল্যে আশাবাদী বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজে চরম ব্যর্থ, এবার ওয়ানডের লড়াইয়ে নামছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো জিম্বাবুয়েতেও সাফল্যে আশাবাদী লাল-সবুজের দল।
বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের হতাশা ভুলতে এই ম্যাচে জয় চাই তামিমদের।
অবশ্য এই মুহূর্তে ওয়ানডেতে বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা দল বললে ভুল বলা হবে না। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের পর নয়টি দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে, এর মধ্যে সাতটিতেই জিতেছে তারা। ২০১৯ সালে শ্রীলঙ্কা ও ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে দুটি সিরিজ হেরেছিল।
২০১৩ সালের পর থেকে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারেনি টাইগাররা। এর পর থেকে পাঁচটি সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা।
সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা। হেরেছে ২৮টিতে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও সিন উইলিয়ামস।