টি-টোয়েন্টি ক্যারিয়ারে মুশফিকের অন্যরকম সেঞ্চুরি
ক্যারিয়ারের অন্যরকম মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেন মিস্টার ডিপেন্ডেবল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ হলো মুশফিকের ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ। আজ শনিবার বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেই এই সেঞ্চুরি ছুঁয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
মুশফিকের শততম ম্যাচকে স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের আগে মুশফিককে ক্রেস্ট তুলে দিয়েছে বিসিবি। এ ছাড়া ম্যাচের আগেও মুশফিকের বিশেষ দিন স্মরণীয় করে রাখতে কেক পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। বিসিবির কাছ থেকে স্মারক নিয়েই শততম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমেছেন অভিজ্ঞ এই ব্যাটার।
অবশ্য সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই মুশফিক এই মাইলফলকে নাম লেখাতে পারতেন। কিন্তু চোটের জন্য তা হয়নি। সিরিজ শুরুর আগের দিন অনুশীলনে পাওয়া আঙুলের চোট তাঁকে ছিটকে দেয় প্রথম টি-টোয়েন্টি থেকে। পরে সুস্থ হয়ে আজ ফিরেছেন দ্বিতীয় ম্যাচে।
মুশফিকের আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টির বেশি টি-টোয়েন্টি খেলেছেন কেবল মাহমুদউল্লাহ। আজ মুশফিক নাম লেখালেন এই তালিকায়। মুশফিকের পরে শততম টি-টোয়েন্টি ম্যাচের হাতছানি সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডার আজ ৯৬তম ম্যাচ খেলেছেন।
টি-টোয়েন্টিতে মুশফিকের অভিষেক হয়েছিল ২৮ নভেম্বর, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচের আগ পর্যন্ত খেলা ৯৯ টি-টোয়েন্টিতে ১৯.৭৯ গড়ে মুশফিকের রান ১৪৬৫। সর্বোচ্চ অপরাজিত ৭২। হাফসেঞ্চুরি ৭টি। স্ট্রাইক রেট ১১৫.৩৫।