টি-টোয়েন্টি থেকে বাদ পড়েই নাকি টেস্টে লিটনের সাফল্য
বিশ্বকাপে চরম ব্যর্থতার কারণে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নেমে দারুণ সেঞ্চুরি করে এর জবাবটা ভালোভাবে দিয়েছেন লিটন দাস। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়াটাই নাকি তাঁর জন্য ভালো হয়েছে, তাই টেস্টে পেয়েছেন সাফল্য।
আজ শনিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, হয়তো তারই ফল এই সেঞ্চুরি। টিম ম্যানেজমেন্ট হয়তো ভেবেছিল, আমি যেন টেস্ট ক্রিকেটে ভালো করি, এ জন্য টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়। তবে এই সাফল্যের পেছনে আমার কষ্ট ছিল, পরিশ্রম ছিল।’
এই বাংলাদেশি ব্যাটার আরও বলেন, ‘আমি আর মুশফিক ভাই যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলে ৪০০-৪৫০ রান হতো। তাহলে আরও ভালো হতো।’
বাংলাদেশ দলের হয়ে সর্বাধিক ১১৪ রান করেন লিটন। মুশফিকুর রহিম করেছেন ৯১ রান।
২০১৫ সালে টেস্ট অভিষেক হয়েছিল লিটন দাসের। এই দীর্ঘ সময়ে সেঞ্চুরির দেখা পাননি তিনি। নব্বইয়ের ঘরে আটকে ছিলেন তিনি। অবশেষে আক্ষেপ ঘুচল তাঁর। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন তিনি।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান করে। আর পাকিস্তান দিন শেষ করে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রানে।
আলোরস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয় ৬ ওভার আগে। আবিদ আলী অপরাজিত আছেন ৯৩ রানে। আব্দুল্লাহ শফিক ৫২ রানে অপরাজিত রয়েছেন।