টেস্টের ফল নিয়ে উদ্বিগ্ন নন মাহমুদউল্লাহ
সম্প্রতি দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। যা নিয়ে কম সমালোচনা হয়নি। এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। টেস্টের ব্যর্থতা টি-টোয়েন্টিতে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।
টেস্টের ব্যর্থতায় উদ্বিগ্ন না হয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি এটি ভিন্ন বলের খেলা। লাল বল সাদা বলের ক্রিকেটের থেকে আলাদা। তাই আমরা লাল বলের সমস্যাগুলোকে একপাশে রেখে টি-টোয়েন্টির দিকে ফোকাস করার চেষ্টা করছি। কারণ আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারানোর একটি ভালো সুযোগ হবে। আমরা এটির অপেক্ষায় আছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পেতে হলে ভালো ক্রিকেট খেলতে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘টি-টোয়েন্টিতে খুব কম সময় থাকে, খুব সচেতন হয়ে খেলতে হয়। বুদ্ধি প্রয়োগ করতে হয়। আর তা যদি ভালোভাবে করা সম্ভব হয় তাহলে সাফল্য পাওয়া সম্ভব।’
এদিকে ডোমিনিকাতে আজ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। কাল একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টি ৭ জুলাই গায়ানায় হবে।
১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।