টেস্টে ব্যর্থতা দুশ্চিন্তার, ওয়ানডেতে খুবই ভালো করবে আশা তামিমের
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন একটি অধ্যায় ছিল। তবে টেস্টে সাফল্য পায়নি দল। দুটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। টেস্টের এই ব্যর্থতা দলের জন্য হতাশার হলেও ওয়ানডের সাফল্যে খুবই আশাবাদী অধিনায়ক তামিম ইকবাল।
ইএসপিএনক্রিকইনফোকে এক সাক্ষৎকার তামিম ইকবাল বলেন, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ানডে সিরিজ জেতা আমাদের জন্য অনেক বড় ছিল। এটি এখন পর্যন্ত আমাদের সেরা অর্জনগুলোর মধ্যে একটি। কিন্তু টেস্ট সিরিজের চরম ব্যর্থতা, ওয়ানডে সিরিজের অর্জন গুলো ম্লান করে দিয়েছে। মিরাজ, ইয়াসির, তাসকিন ও শরিফুলের জন্য খারাপ লাগছে। ওডিআই সিরিজে তারা দারুণ অবদান রেখেছে, এই সাফল্য আরও অনেক বেশি উদযাপন করা উচিত ছিল।’
ভবিষ্যতে তরুণদের সাফল্যে আশাবাদী বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘আমরা সবাই জানি তাদের বিপুল সম্ভাবনা রয়েছে, তারা এখন যা করেছে, যদি তারা উন্নতি করতে পারে আরও ভালো কিছু হবে। তাসকিন, শরিফুল ও লিটন নিয়মিত অবদান রাখছেন। ইয়াসির নতুন, কিন্তু প্রথম ওয়ানডেতে সে দুর্দান্ত খেলেছে। তারা যদি এর ধারাবাহিকতা রাখে তাহলে আমাদের খুব ভালো একটি ওয়ানডে দল হয়ে উঠব।’
দক্ষিণ আফ্রিকায় দলের সাফল্য-ব্যর্থতা নিয়ে তামিম বলেন, ‘এই সফরের আগে আপনি যদি দক্ষিণ আফ্রিকায় আমাদের রেকর্ড বিবেচনা করেন, আমরা সব ফরম্যাটেই ভালো খেলতে পারতাম না। এবার আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, আমরা প্রথম টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু দ্বিতীয়টিতে আমরা ভালো খেলতে পারিনি। আমরা আরও ভালো খেলতে পারতাম।’
‘আমি প্রথম টেস্ট খেলিনি কিন্তু যখন আমি ড্রেসিংরুম থেকে দেখছিলাম, আমি বলতে পারিনি যে প্রথম চার দিনে কে টেস্ট জিতবে। উভয় দলই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শেষ দিন আমরা খুবই খারাপ খেলেছি, যার ফল দক্ষিণ আফ্রিকার তুলে নিয়েছে।’
দলের ব্যর্থতায় কোনো অজুহাত দিতে চান না তামিম, ‘হারের জন্য কোনো অজুহাত দেব না। যদি এটা আমার দোষ হয়ে থাকে, তাহলে আমি অনায়াসে স্বীকার করব। আপনাকে বুঝতে হবে, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে কঠিন সময়ে ব্যাট করেছে। আমরা রান করতে পারিনি। উইকেটটাও কঠিন ছিল।’
ওয়ানডেতে দলের সাফল্যের কারণ সম্পর্কে তামিম বলেন, ‘শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয়, আমাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা হলো ঢাকা প্রিমিয়ার লিগ। এটি একটি একদিনের টুর্নামেন্ট। এটি ৩৫ বা তারও বেশি সময় ধরে হচ্ছে। আমরা ওয়ানডের প্রতিযোগিতামূলক পরিবেশে বড় হয়েছি।’
এই তারকা ক্রিকেটার আরও বলেন, ‘আমরা ওয়ানডেতে অনেক সাফল্যে পেয়েছি। এটা দলের উন্নতিতে সাহায্য করছে। টেস্ট বা টি-টোয়েন্টিতে আমাদের তেমন সাফল্য নেই। আমাদের টেস্টে আরও ভালো করতে হবে। আমি মনে করি অন্য ফরম্যাটের চেয়ে টেস্টে আমাদের আরও বড় পদক্ষেপ নিতে হবে।’