টেস্টে ভালো করতে সব বিভাগে উন্নতি চান সাকিব
দীর্ঘ ২২ বছর ধরে টেস্ট ক্রিকেটে খেলছে বাংলাদেশ। কিন্তু এই ফরম্যাটটা এখনো বাংলাদেশের হতাশার নাম। এই ফরম্যাটে ১৩৪ ম্যাচ খেলে ১০০টিই হেরেছে বাংলাদেশ। জিতেছে কেবল ১৬টি, বাকি ১৮টিতে ড্র। এই হলো বাংলাদেশের টেস্টের পরিসংখ্যান। যা দেখলে চোখ কপালে ওঠারই কথা।
সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল চরম বাজে। অ্যান্টিগা থেকে সেন্ট লুসিয়া—দুটিতেই বাংলাদেশ দেখিয়েছে চরম হতাশা। একটিতে হেরেছে সাত উইকেটে, আরেকটিতে হেরেছে ১০ উইকেটে। এত ব্যর্থতার পর এই ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান উন্নতির ডাক দিলেন। অধিনায়ক জানালেন, টেস্টে ভালো করতে হলে সব বিভাগেই চাই উন্নতি।
সাকিব বলেছেন, ‘দেখুন, উন্নতি আসলে সব বিভাগেই করতে হবে। আমরা যদি টেস্ট ম্যাচ জিততে চাই, সব বিভাগেই উন্নতি করতে হবে। ভালো দিক হলো, এখন অনেক বড় একটা বিরতি আছে। যারা টেস্ট খেলতে আগ্রহী তারা হয়তো যার যার জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করবে। উন্নতি ছাড়া আর কোনো পথ নেই ভালো করার।’
সেই সঙ্গে মানসিকতায় পরিবর্তন আনার আহ্বানও জানিয়েছেন সাকিব, ‘আমাদের নিজেদের চিন্তার পরিবর্তনটা খুব জরুরি। এই জায়গায় কাজ করার আছে। এখন পাঁচ মাসের মতো একটা সময় আছে। সবাই বসে, কথা বলে, চিন্তা-ভাবনা করে সিদ্ধান্তগুলো নেওয়া যাবে বলে আমি মনে করি। একজনকে ছাড়া আরেকজনকে নিয়ে পরিকল্পনা করে আসলে সফল হওয়া সম্ভব নয়। সবাই মিলে বসে যদি আমরা একটা পরিকল্পনা ধরে এগিয়ে যাই তাহলে অন্তত এক–দেড় বছর পর ধারাবাহিক পারফর্ম করা সম্ভব।’
সাকিব জানালেন, আগামীতে অন্তত প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রিকেট খেলতে চান তারা, ‘আমি বলব না যে টেস্ট জিততেই হবে। বিদেশে সব দলই আন্ডারডগ থাকে। আমাদের নিশ্চিত করতে হবে আমরা যেন ঘরের মাঠে না হারি। হয় ড্র করব, অথবা জিতব। অন্তত প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রিকেটটা খেলব। যেটা আমাদের জন্য খুবই জরুরি। দেশের সিরিজগুলোতে খুব ভালো পরিকল্পনা করে খেলাটা তাই খুব গুরুত্বপূর্ণ। এটা নিশ্চিত করার চেষ্টা করি, আমরা যেন জিতি, না জিতলেও সিরিজটা যেন ড্র ছাড়া অন্য কোনো ফল না হয়।