টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় একাদশ ঘোষণা
আগামীকাল শুক্রবার মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সাউথাম্পটনের হ্যাম্পশায়ার বোলে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ফাইনাল ম্যাচের ভারতীয় একাদশ ঘোষণা করা হয়েছে। বিসিসিআই এক টুইট বার্তায় দলটি প্রকাশ করে।
দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা, ব্যাটসম্যান হনুমা বিহারী এবং দুই পেসার উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
সাউথাম্পটনের পিচে ঘাস থাকলেও একসঙ্গে দুই স্পিনারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ভারত। এক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে প্রথম একাদশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।
আর অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার ওপরই আস্থা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিরাজকে খেলানো হতে পারে বলে গুঞ্জন শোনা গেলেও, শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয়নি।
রোহিত শর্মার সঙ্গে শুভমান গিলের ওপেনিং করার কথা শোনা গিয়েছিল, তাই হচ্ছে। পূজারা, কোহলি, রাহানে ও ঋষভ পন্ত তো আছেনই। বুমরাহ ও শামি আছেন এই একাদশে।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।