টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দল ঘোষণা করল ভারত
আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত। সাদা পোশাকে বিশ্বের সেরা হওয়ার লড়াইয়ের জন্য টেস্ট দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য আজ মঙ্গলবার(২৫ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ভারতের দলে ফিরেছেন আইপিএলে রানের ছন্দে থাকা অজিঙ্কা রাহানে। প্রায় এক বছরেরও বেশি সময় পর ভারতের টেস্ট দলে ফিরেছেন তিনি। সবশেষ ২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিলেন রাহানে।
৬ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে ফাইনালের স্কোয়াড সাজিয়েছে ভারত। জায়গা পাননি ইশান কিষান ও সূর্যকুমার যাদব। তবে টিকে গেছেন লোকেশ রাহুল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর।
দ্য ওভালে আগামী ৭ জুন মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল। ফাইনালে শিরোপার জন্য লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। গত আসরের ফাইনালেও খেলেছিল ভারত। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।