ট্রলের শিকার কোহলিকে রক্ষায় গাভাস্কার
গত এক বছর ধরে ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সময়টা ভালো যাচ্ছে না। ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব হারিয়েছেন। ব্যাট হাতেও সাফল্য পাচ্ছেন না। এই তারকা ব্যাটারকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে।
ভারতীয় দলের আরেক সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবার দাঁড়ালেন কোহলির পাশে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই তারকা দ্রুতই ফর্মে ফিরবেন বলেও মনে করেন তিনি।
এক সময় বিরাট কোহলিকে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার প্রতিযোগী হিসাবে বিবেচনা করা হতো। সে কোহলই কি না ২০১৯ সালের পর থেকে সেঞ্চুরি পাননি। দক্ষিণ আফ্রিকা সফরের পর, কিয়েরন পোলার্ডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন সাবেক অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন কোহলি। এ সম্পর্কে গাভাস্কার স্টার স্পোর্টসকে বলেন, ‘ম্যাচে প্রত্যেক ব্যাটসম্যানের একটু ভাগ্যের দরকার হয়। প্রত্যেক ব্যাটসম্যানই চায় বল যেন ব্যাটে না লেগে উইকেটরক্ষকের গ্লাভসে যায়। প্রত্যেক ব্যাটসম্যান চায়, বল তাঁর ব্যাটের কানায় লেগে যেন ফিল্ডারের আগে পড়ে যায়, ফিল্ডার যেন তার ক্যাচ মিস করে। কিন্তু সেই ভাগ্যটা বিরাটের নেই। ভুলে গেলে চলবে না যে দক্ষিণ আফ্রিকায় বিরাট দুটো হাফ সেঞ্চুরি করেছিলেন।’
কোহলি ও রোহিত শর্মার মধ্যে বিবাদের খবর উড়িয়ে দিয়ে গাভাস্কার আরো বলেন, ‘অনেক সময় বলা হয় যে একজন খেলোয়াড় আগে অধিনায়ক ছিলেন, নতুন অধিনায়ককে সফল দেখতে চান না। এটা বোকামি কারণ যদি সে রান না করে, বোলার উইকেট না নেয় তাহলে সে দলের বাইরে থাকবে।’