ডিভোর্সের খবর গুজব বলে উড়িয়ে দিলেন আলভেজের স্ত্রী
ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে নিয়ে যেন আলোচনা থামছেই না। এর মধ্যেই নাকি ডিভোর্স চেয়ে আলভেজের স্ত্রী জোয়ানা সাঞ্জ করেছেন আবেদন। এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে। তবে এবার সাঞ্জের বক্তব্যের পর কাহিনীতে নতুন মোড়। সাঞ্জের মতে, আবেদন তো দূরে থাক, ডিভোর্স নিয়ে তিনি কোনো মন্তব্যই নাকি করেননি তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার মতে সাঞ্জ জানিয়েছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার সম্পর্কে নানা ধরনের কথা ছড়ানো হচ্ছে। যা পুরোপুরি মিথ্যা। আমি কোনো সংবাদমাধ্যম কিংবা কোনো সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করিনি। কোনো কিছু হলে আমি নিজেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিতাম। এর বাইরে আপনারা যা জানেন, তার সবই অনুমান।’
মার্কার মতে, এর আগে টিভি অনুষ্ঠান ‘এল প্রোগ্রামা ডি আনা রোহা’ নামে প্রোগ্রামে প্রচার করা হয়েছিল আলভেজকে ছাড়তে চান তার স্ত্রী। তাদের দাবি, আলভেজকে ফোন দিয়ে ডিভোর্স চেয়েছিলেন সাঞ্জ।
সম্প্রতি বার্সেলোনার নৈশ ক্লাবে এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। এরপর সেই ঘটনায় থানায় সাক্ষ্য দিতে গেলে আলভেজকে গ্রেপ্তার করা হয়। সেই নারীর অভিযোগ ছিল, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি ক্লাবে আলভেজ তাকে যৌন হয়রানি করেন। অবশ্য আলভেজ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
যৌন হয়রানির অভিযোগ ওঠার পরই আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করে তার বর্তমান ক্লাব পুমাস। ৩৯ বছর বয়সী আলভেজ দুই মেয়াদে খেলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। প্রথমে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত। এরপর ২০২১-২০২২ মৌসুমেও বার্সার জার্সিতে খেলেন এই রাইটব্যাক। আর ব্রাজিলের জার্সিতে আলভেজের অভিষেক ২০০৬ সালে। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে খেলেছেন আলভেজ।