ডি মারিয়াকে ম্যারাডোনা হওয়ার পথ বলে দিলেন বুফন
প্যারিসের ক্লাব পিএসজিতে লম্বা সময় গুরুত্বপূর্ণ একজন হয়ে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে সেসব এখন অতীত হতে যাচ্ছে। স্বদেশীয় সতীর্থ লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পরের মৌসুমে প্যারিস ছাড়তে হচ্ছে ডি মারিয়াকে। চলতি মাসেই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ ডি মারিয়ার। তবে এখন তাঁর নতুন ক্লাব কোনটি হবে সেটাই লাখ টাকার প্রশ্ন!
ডি মারিয়ার নতুন ঠিকানা হিসেবে আসছে ইতালির ক্লাব জুভেন্টাসের নাম। খবর শোনা যাচ্ছে, বার্সেলোনাতেও নাকি যেতে পারেন আর্জেন্টাইন তারকা। কিন্তু কোনোটাই এখনো নিশ্চিত নয়।
এর মধ্যেই ইতালির অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি মনে করেন, ডি মারিয়া যদি সিরি আ তে যান তাহলে তিনি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মতো হতে পারবেন। এটা বলার কারণও ব্যাখা দিয়েছেন বুফন।
মার্কার প্রতিবেদন অনুসারে ইতালির তারকা গোলকিপার বুফন স্বদেশি গণমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তকে জানিয়েছেন, টেকনিক ও দারুণ ফুটবল দিয়েই সিরি আ তে সেরা হতে পারবেন ডি মারিয়া।
বুফল বলেন, ‘এই ইতালিয়ান লিগে ডি মারিয়া হবে ম্যারাডোনার মতো। আমি কি স্পষ্ট করে বলতে পেরেছি? ফুটবলারদের বিচার করতে হবে তারা কোথায় খেলছে সেটার ভিত্তিতে। এখনকার সিরি আ টেকনিক্যাল দিক থেকে আগের চেয়ে পিছিয়ে। আর ডি মারিয়ার টেকনিক অনেক উঁচুতে। গোলমুখে গিয়ে পার্থক্য গড়ে দিতে পারে। ড্রিবল করে সহজেই প্রতিপক্ষকে এড়িয়ে যেতে পারে। অ্যাসিস্ট করার ক্ষেত্রেও দক্ষ। মাঠে সে উপর থেকে নিচ পর্যন্ত দৌড়ে থাকে। বিভিন্ন ভূমিকায় ডি মারিয়া খেলতে পারে। সংক্ষেপে বললে, সে একজন পরিপূর্ণ ফুটবল খেলোয়াড়।'
এ ছাড়া বয়সের প্রসঙ্গটিও এনেছেন বুফন, ‘আমার বয়স ৪৪ বছর। তবে এখনও আমি খেলে যাচ্ছি। বয়স কোনো ব্যাপার না। প্রেরণা ও তাড়না এটার চেয়ে অনেক বেশি জরুরি। একাগ্রতার ক্ষেত্রেও একই কথা খাটে। যদি দি মারিয়া জুভেন্তাসে যোগ দেয়, এর মানে হলো সে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।'