ডু প্লেসির শরীরে উর্দুতে ট্যাটু, কী অর্থ এই ট্যাটুর?
বর্তমানে বিশ্বের প্রায় সব ক্রীড়াবিদরাই শরীরে ট্যাটু লাগিয়ে থাকেন। অনেকের শরীরে হাত-পা থেকে শুরু করে সব জায়গায় ট্যাটু লাগানো থাকে। মোটকথা, এটা এখন একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যে তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসিও। ট্যাটুপ্রেমী এই ক্রিকেটারের শরীরেও রয়েছে বিভিন্ন ধরনের ট্যাটু।
গতকাল সোমবার (১৭ এপ্রিল) আইপিএলে যারা চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচটি দেখেছেন, তারা হয়তো একটি ব্যাপার খেয়াল করেছেন, ব্যাটিংয়ের সময় পিঠে কিছুটা ব্যথা পান আরসিবি তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি। তাৎক্ষণিক মাঠে টিম ফিজিও এসে তাকে সেবা শুশ্রূষা শুরু করেন। তখনই টিভি পর্দায় দেখা যায়, ডু প্লেসিসের বুকের বাম দিকে ঠিক নিচে উর্দু হরফে একটি ট্যাটু।
খ্রিস্টান ক্রিকেটার ডু প্লেসির শরীরে কেন উর্দু লেখা ট্যাটু–এমন প্রশ্ন উঁকি দিতে থাকে নেটিজেনদের একাংশের মাঝে। আর তার শরীরে এমন ট্যাটুর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। নেটিজেনদের অনেকেই উদগ্রীব হয়ে ওঠেন ওই ট্যাটুর অর্থ জানার জন্য।
ডু প্লেসির শরীরে উর্দু হরফে যে ট্যাটু দেখা গেছে, সেখানে উর্দু হরফে লেখা ’ফজল’। বাংলায় শব্দটির অর্থ দাঁড়ায়–সৃষ্টিকর্তার অনুগ্রহ বা কৃপা। এই প্রোটিয়া তারকা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার কৃপায় তার জীবন অনেক বদলে গেছে। আর এই কারণেই এই ট্যাটু করিয়েছিলেন তিনি।
এর আগে পিএসএলের দল কোয়োটা গ্লাডিয়েটরসে দেওয়া এক সাক্ষাৎকারেও এই ট্যাটুর নিয়ে কথা বলেছিলেন ডু প্লেসি। তখন তিনিই জানিয়েছিলেন, উর্দুতে ট্যাটু করার আসল কারণ।
ডু প্লেসির শরীরের অন্য ট্যাটুগুলোও তার জীবনের নানান অর্থ বহন করে। তার ডান হাতে রীতিমতো ট্যাটুর সমাহার। আর এসব ট্যাটু তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষ্য দিচ্ছে, উদাহরণস্বরুপ দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তজার্তিক ক্রিকেটে অভিষেক, টেস্ট অভিষেক, বিয়ের তারিখ, মেয়ের নাম ইত্যাদি।