ডেভিডকে দেখে সাইমন্ডসের কথা মনে পড়ে পন্টিংয়ের
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, টিম ডেভিড এমন একজন খেলোয়াড় যে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেন। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের মতো ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে বলেও বিশ্বাস তাঁর।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, পন্টিং সম্প্রতি হোবার্ট হারিকেনসের স্ট্রাটেজি প্রধান হিসাবে যোগ দিয়েছেন। তিনি যদি অস্ট্রেলিয়ার নির্বাচক হন তবে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলে ডানহাতি ব্যাটার জায়গা পাবেন। অবশ্য গত বছর ডেভিডকে ছাড়াই শিরোপা জিতেছে তারা।
ডেভিডের পাওয়ার হিটিংকে পন্টিংয়ের প্রয়াত বন্ধু সাইমন্ডসের সাথে তুলনা করেছেন পন্টিং। যিনি অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হয়ে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে অপরাজিত ১৪৩ রান করে আধিপত্য বিস্তার করেছিলেন। আরেকটি ম্যাচ জেতানো অপরাজিত ৯১ রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল।
পন্টিং বলেন, ‘আমি যদি নির্বাচক হতাম, তাহলে আমার দলে ডেভিডের মতো এমন কাউকে পছন্দ করতাম। সে ম্যাচজয়ী খেলোয়াড়। সে এমন একজন খেলোয়াড়, দেশকে বিশ্বকাপ জিততে পারে। তার খেলা আমাকে অ্যান্ড্রুর মতো একজনের কথা মনে করিয়ে দেয়। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের জন্য দুর্দান্ত বিশ্বমানের খেলোয়াড় সে।’
অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলে জর্জ বেইলি (চেয়ারম্যান), অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (কোচ) এবং টনি ডোডেমাইড রয়েছেন। বিশ্বকাপের ১৫ সদস্যের দল তৈরি করার জন্য চ্যালেঞ্জ রয়েছে তাঁদের। মার্কাস স্টয়নিস ও ম্যাথিউ ওয়েড গত বছর বিশ্বকাপে বীরত্বের পর অস্ট্রেলিয়ার ছয় ও সাত নম্বর ফিনিশার হিসেবে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করেছেন। সেরা চারেও থিতু হয়েছেন। সেই লাইনআপে একমাত্র দুর্বল খেলোয়াড় হিসেবে দেখা যায় স্টিভেন স্মিথকে, যিনি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন। নির্বাচকদের বিশ্বাস টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রয়োজনের সময় অভিজ্ঞ খেলোয়াড় উঠে দাঁড়াবে।
অধিনায়ক অ্যারন ফিঞ্চ সম্প্রতি পরামর্শ দিয়েছেন, অস্ট্রেলিয়া দলে ডেভিডের সুযোগ পাওয়া উচিত। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের সিরিজ রয়েছে। তবে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা হওয়ার পর এই সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।