ড্রেসিংরুমে মুশফিককে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ মাইফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। তাঁর রেকর্ডের সিরিজে বাংলাদেশও পেয়েছে ২-০ ব্যবধানের জয়। তাইতো গতকাল শুক্রবার দ্বিতীয় ওয়ানডে শেষে কেক কেটে মুশফিকের আনন্দ উদযাপন করেছেন সাকিব-সৌম্যরা।
এর আগে সর্বোচ্চ ওয়ানডে খেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশের হয়ে মাশরাফী খেলেছেন ২১৮টি ওয়ানডে ম্যাচ। আর গতকাল শুক্রবারের ম্যাচটিসহ মুশফিক খেলেছেন ২২০টি ওয়ানডে।
সিরিজ জয়ের পর গতকাল রাতে ড্রেসিং রুমে কেক কেটে সতীর্থদের সঙ্গে নিজের অর্জন উদযাপন করেন মুশফিক। তাঁর কেক কাটার সময়ে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। মুশফিককে কেক খাওয়ানোর পর কেক মুখে মাখিয়ে দেন সৌম্য সরকাররা।
ওই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘এভাবে চমৎকার আয়োজনে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আমার সব সতীর্থকে ধন্যবাদ। কিংবদন্তি মাশরাফী ভাইকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার জন্য এটি।’
এদিকে মুশফিকের অর্জন নিয়ে মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘২২০তম ম্যাচের জন্য অনেক অভিনন্দন ভাই আমার। তোমার পরিশ্রম ও নিবেদন অনেক ক্রিকেটারের জন্যই প্রেরণার। স্রষ্টা যেন তোমাকে এগিয়ে নিয়ে যায় আরও অনেক অর্জনের পথে।’
রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলার জন্য মুশফিকুর রহিমকে অভিনন্দন।’