ড্রেসিংরুমে সাকিবের যে কথা তাতিয়ে দিয়েছে মিরাজ-শান্তদের
ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে কোনো সংস্করণে এটি প্রথম সিরিজ জয়ের স্বাদ। আর এমন দাপুটে জয়ে চারিদিকে প্রশংসার জোয়ারে ভাসছেন সাকিব-মিরাজরা।
ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের কথাতেই যেন মিরপুরে দেখা মিলল নতুন এক বাংলদেশের। ড্রেসিংরুমে কি এমন বলেছিল সাকিব, যা তাতিয়ে দিয়েছে শান্ত-মিরাজদের। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে তাই খোলাসা করলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
গতকাল রোববার (১২ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ জানান ‘অধিনায়ক বলেছিলেন, খুশি হওয়ার কোনো কিছু নেই এখনো। খেলাটা শেষ হলেই আমরা উপভোগ করব। প্রতিটা মুহূর্তে যেন সিরিয়াস থাকি, আর সবাইকে সমর্থন দিই। ব্যাটিংয়ে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি।’
ইংলিশদের ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন, ‘ওরা কিন্তু শুরুতে খুবই ভালো করেছিল। সাকিব ভাই ও হাসান মাহমুদ ব্রেকথ্রু দিল, আমিও উইকেট নিলাম। সেটাই মানসিক দিক দিয়ে ওদের পিছিয়ে দিয়েছে। পরপর উইকেট পড়লে যেকোনো দলের জন্যই কঠিন। সে সময় উইকেটগুলো না পড়লে হয়তো ১৬০ করে ফেলতে পারত ওরা, ভুলগুলো না করলে। আমাদের বোলারদের তাই কৃতিত্ব দিতে হবে। ৬ ওভারে ৫০ রান তোলার পর ১৬০-৭০ তো হতেই পারত। আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি, সব মিলিয়ে আমাদের বোলাররা ভালো করেছে বেশ।’
বাংলাদেশ দলের এমন ঘুরে দাঁড়ানোর পেছনে বড় অবদান ছিল মিরাজের। প্রথম ম্যাচে না থাকলেও দ্বিতীয় ম্যাচে ফিরেই ব্যাটে-বলে বাজিমাত মিরাজের। সে সুযোগটা দারুণভাবেই কাজে লাগালেন মিরাজ খুশি দলের আস্থার প্রতিদান দিতে পেরে।
নিজের প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ টিম ম্যানেজমেন্ট আমার ওপর ভরসা করেছে, আমাকে এ ম্যাচে খেলিয়েছে। তারা মনে করেছে, আমি এ ম্যাচে খেললে দলকে কিছু একটা দিতে পারব; বিশেষ করে এই উইকেটে। তারা যে আমাকে বিশ্বাস করেছে, সেটার প্রতিদান দিতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে।’