ড্রয়ের হতাশা কাটছেই না জার্মানির
উয়েফা নেশন্স লিগে টানা তৃতীয় ম্যাচে ড্র করল জার্মানি। গতকাল শনিবার দিবাগত রাতে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করল আসরের অন্যতম ফেভারিট দলটি। প্রথম দুই ম্যাচের হতাশা গ্রুপের তৃতীয় ম্যাচেও অব্যাহত রেখেছে তারা। তাই ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা।
এই ড্রয়ে টানা তিন ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির সংগ্রহ ৪ পয়েন্ট। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে ইংল্যান্ড।
আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি নিজেদের মাঠে খেলবে ইতালির বিপক্ষে। আর ইংল্যান্ড মুখোমুখি হবে হাঙ্গেরির।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় জলাৎ নওজের গোলে প্রথমে এগিয়ে যায় হাঙ্গেরি। ম্যাচের ৬ মিনিটে দারুণ এক শটে বল জালে পাঠান নওজ (১-০)।
সমতায় ফিরতে খুব একটা সময় লাগেনি জার্মানির। ৯ মিনিটে ইয়োনাস হফমান খেলার সমতায় ফেরান। মাঝমাঠ থেকে পাওয়া বল পেয়ে আলতো শটে জালে জড়ান তিনি (১-১)।
এর আগে ইংল্যান্ডকে ১-০ গোলে হারানো হাঙ্গেরি এদিন জার্মানির সঙ্গে ড্র করে চমকে দিয়েছে। আর জার্মানি নতুন কোচের অধীনে দারুণ শুরু করলেও এখন যেন ড্রয়ের হতাশা কাটছেই না।