ঢাকা টেস্টে সাকিব-তাসকিনকে নিয়ে সুখবর
ঢাকা টেস্টের আগে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা জাগে। মূলত পাঁজরের চোট ভোগাচ্ছিল তাঁকে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের পর আর বোলিং করতে পারেননি সাকিব। তাই দ্বিতীয় টেস্টে বোলিং করতে পারবেন কি না সেটা নিয়ে প্রশ্ন ওঠে। সেই চিন্তা দূর করে সাকিবকে নিয়ে সুখবর দিলেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। জানালেন, ঢাকায় দ্বিতীয় টেস্টে বোলিং করবেন সাকিব।
সেই সঙ্গে তাসকিন আহমেদকে নিয়েও দিলেন সুখবর। জানিয়েছেন—চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ডানহাতি এ পেসার।
দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিব ইস্যুতে ডোনাল্ড বলেন, ‘সাকিব ঠিকঠাক আছে। সে বল করবে। ওয়ানডে সিরিজের ম্যাচে এখানে কিছুটা চোট পেয়েছিল সে, তবে তা কাটিয়ে উঠেছে। প্রথমত, (একাদশে) তাকে পাওয়া যাবে এবং বোলিংও করবে।’
এরপর তাসকিনের ফেরার বার্তা দিয়ে কোচ বলেছেন, ‘আমার মনে হয়, আগের টেস্টের তিন স্পিনারই এখানে থাকবে। পাশাপাশি তাসকিনকে আমরা স্বাগত জানাব (একাদশে), সঙ্গে খালেদ তো আছেই। এরকম কিছুই সম্ভবত হতে যাচ্ছে। ভালো ব্যাপার হলো, সাকিব বোলিংয়ের জন্য তৈরি এবং উইকেট দেখে যা মনে হচ্ছে, তার অনেক বড় ভূমিকাও থাকবে এখানে।’
তাসকিন এখন পুরোপুরি সুস্থ আছেন বলেও জানালেন ডোনাল্ড, ‘তাসকিন ভালো আছে এবং মাঠে নামতে প্রস্তুত। সে গত টেস্ট ম্যাচও খেলতে চেয়েছিল। তবে ছন্দ ও গতির দিক থেকে তার ঘাটতি ছিল যথেষ্ট। গত সপ্তাহে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতির ব্যাপারটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। গতকাল সে এখানে কাজ পুরোপুরি ভালোভাবে শেষ করেছে এবং লড়াইয়ে নামতে সে পুরোপুরি তৈরি।’
আগামীকাল সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।