ঢাকা লিগে কে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে
ঢাকা মেট্রোপলিস প্রথম বিভাগ ক্রিকেট নামে শুরু হয়েছিল আসরটি। ১৯৭৪-৭৫ মৌসুমে ঢাকার ক্রিকেটের শীর্ষ আসরটি প্রথম মাঠে গড়িয়েছিল। ১৯৮৭-৮৮ মৌসুমে তা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপান্তরিত হয়। এখন পর্যন্ত ৪৩টি আসর মাঠে গড়ায়। এর মধ্যে দুই মৌসুমে খেলা হয়নি, আর দুবার যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী, একবার করে মোহামেডান ও বিমান যুগ্ম চ্যাম্পিয়ন হয়। একমাত্র ক্লাব হিসেবে তিনবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো আবাহনী।
এক নজরে দেখে নিন কে কয়বার শিরোপা জিতেছে :
ক্লাব |
শিরোপা |
আবাহনী লিমিটেড |
২১ বার |
মোহামেডান স্পোর্টিং ক্লাব |
৯ বার |
বিমান বাংলাদেশ এয়ারলাইনস |
৬ বার |
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব |
৪ বার |
ওল্ডডিওএইচএস ক্রিকেট ক্লাব |
২ বার |
ব্রাদার্স ইউনিয়ন |
১ বার |
গাজী ট্যাংক ক্রিকেটার্স |
১ বার |
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব |
১ বার |
গাজী গ্রুপ ক্রিকেটার্স |
১ বার |