তানভীরের বোলিংয়ের কাছে হেরে গেল শেখ জামাল
১৩৮ রানের ছোট লক্ষ্য। তাড়া করতে নেমে স্পিনার তানভীর ইসলামের বোলিংয়েই এলোমেলো হয়ে গেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। চার ওভার বোলিং করে দুটিই মেডেন দিয়েছেন তানভীর। বাকি দুই ওভারে দিয়েছেন মাত্র আট রান। বিপরীতে নিয়েছেন তিনটি উইকেট। বাঁহাতি এই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ের সামনেই হেরে গেল শেখ জামাল।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দারুণ বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন তানভীরই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৭ রান সংগ্রহ করে শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ করে রান করেন তানজিদ হাসান ও রবিউল ইসলাম রবি। শাইনপুকুর অধিনায়ক তৌহিদ হৃদয় ৩০ বলে খেলেন ২৮ রানের ইনিংস। বাকিরা তেমন উজ্জ্বল ছিলেন না।
জবাব দিতে নেমে তানভীরের বোলিংয়ে এক বল হাত রেখেই জয় তুলে নেয় শাইনপুকুর। ইনিংসের প্রথম ওভারেই শেখ জামালের তারকা ক্রিকেটার আশরাফুলকে(৪) থামান হাসান মুরাদ। পরের ওভারে আরেক ওপেনার সৈকত আলিকে (৯) থামান তানভীর।
এরপর নিয়মিত উইকেট হারিয়েছে শেখ জামাল। সঙ্গে নিয়ন্ত্রিত বোলিংয়ে শেখ জামালের রানের গতিও বাড়তে দেননি তানভীর। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ইলিয়াস সানি। শেষ পর্যন্ত জিতে যায় শাইনপুকুরই। তিন ম্যাচ খেলা শাইনপুকুরের এটাই প্রথম জয়। অন্যদিকে শেখ জামালের দ্বিতীয় হার এটি।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর: ২০ ওভারে ১৩৭/৫ (সাব্বির ২২, তানজিদ ৩৪, হৃদয় ২৮, মাহিদুল ১, রবিউল ইসলাম ৩৪*, সুমন ৯, রবিউল ৫*; নাসির ১-০-৮-০, এনামুল ৩-০-১৮-১, ইবাদত ৪-০-২৭-২, সাকিল ৪-০-৩৫-০, জিয়াউর ৪-০-১৬-২, ইলিয়াস সানি ৩-০-২১-০, সোহরাওয়ার্দী ১-০-১৩-০)।
শেখ জামাল: ১৯.৫ ওভারে ১২৭ (সৈকত ৯, আশরাফুল ৪, নাসির ২৮, ইলিয়াস সানি ৩১, সোহান ০, তানভীর ০, সোহরাওয়ার্দী ১৫, জিয়াউর ৯, এনামুল ১৯, ইবাদত ৬, সাকিল ০*; মুরাদ ৪-০-৩৪-২, তানভির ৪-২-৮-৩, সুমন ২.৫-০-২৩-১, রবিউল ইসলাম ২-০-১৩-০, ইফতেখার ৪-০-২৭-১, রবিউল হক ১-০-১০-০, সাব্বির ১-০-৭-০, হৃদয় ১-০-৩-০)।
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তানভীর ইসলাম।