তারপরও ফাইনালে খেলতে পারে ভারত
ভারতের এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে রোহিত শর্মার দলের ফাইনালে খেলা। আগামীকাল বৃহস্পতিবার সুপার ফোরের শেষে ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলোর ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।
টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কা ফাইনালে উঠে গেলেও ভারতের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও— তাহলেই ভারত ফাইনালে উঠতে পারে।
পাকিস্তান বাকি দুই ম্যাচ হারলে, ভারত পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে তিন দলের পয়েন্ট হবে দুই। তখন নেট রান রেট ভালো হলে ফাইনালে উঠতে পারে রোহিত শর্মা দল।
সুপার ফোরে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। পাকিস্তান সুপার ফোরে এক ম্যাচ খেলে সেটিতে জিতেছে। তাদের সংগ্রহ ২ পয়েন্ট। ভারত ও আফগানিস্তান সুপার ফোরে এখনো কোনো ম্যাচে জেতেনি।
বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন রোহিত শর্মা। এ ব্যাপারে তিনি বলেন, ‘দুটি ম্যাচ হেরেছি মানে আমরা অনেক চিন্তায় পড়ে গিয়েছি, তা ঠিক নয়। ড্রেসিংরুমে এই হার নিয়ে কোনো নেতিবাচক কথা হয় না। গত বিশ্বকাপের পর দল ভালো খেলেছে। অবশ্য এমন সময় আসতেই পারে। অভিজ্ঞ বোলাররাও অনেক সময় মার খেয়ে যায়। মাঝে মাঝে এমন হয়ে যায়।’