তারপরও সাকিব খুশি, শোনালেন আশার কথা
চার বছর আগে এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে ছিল বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। এবারও প্রায় একই চিত্র। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট। তারপও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নাকি খুশি। কিছু আশাবাদের কথা বেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলারউন্ডার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আজকের দিনে আমি খুবই খুশি, সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুরো দল। চেষ্টা করেছে যদি আমরা এমন কোনো বোলিং পারফর্ম করতে পারি, যেটা আমরা ব্যাটসম্যানদের কাছ থেকে পাইনি। কিছু হাফ-চান্স ছিল। সেগুলোতে সাফল্য পেলে পেসারদের জন্য ভালো হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। ওদের দুর্ভাগ্য, আরও দুই উইকেট পেলে আমরা আরও ভালো অবস্থানে থাকতাম।’
পরবর্তী দলীয় পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এখানে দলের দুটি অপশন আছে। একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যত ইচ্ছা রান করল। পরে আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার পর খেলা শেষ হয়ে গেল। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের একশ, দেড়শ, দুইশর ভেতরে অলআউট করতে পারি, এমনকি আড়াইশর ভেতরে অলআউট করতে পারি, তখন আমরা যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলাম। শেষ ইনিংসে এখানে কী হবে, আমরা জানিনা। প্রতিদিনই নতুন একটা দিন।’
সাকিব আরও বলেন, ‘যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে ভালো অবস্থানে থাকতাম। এখনো হবে না তা বলছি না। ওদের যেহেতু বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছে, আমাদের এই কাজটা কালকেও করতে হবে। এটাই আমাদের বোলারদের চ্যালেঞ্জ হবে, উইকেট দেখে মনে হচ্ছে কাল আরও ভালো হবে। সেখানে আমরা কতোটা ডিসিপ্লিন ধরে রেখে বল করতে পারি সেটাই চ্যালেঞ্জ।’
অ্যান্টিগা টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে দুই উইকেটে স্কোর বোর্ডে ৯৫ রান নিয়ে প্রথম দিন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।
অপরাজিত আছেন ক্রেইগ ব্র্যাথওয়েট (৪২)*, তাঁর সঙ্গে আছেন বোনার (১২)*। প্রথম দিনই লিডের কাছাকাছি গেছে ওয়েস্ট ইন্ডিজ। লিড থেকে মাত্র ৮ রান দূরে থেকে আজ দ্বিতীয় দিন শুরু করবে ক্যারিবীয়রা।