তালেবানের প্রভাব ক্রিকেটে পড়বে না, বিশ্বাস রশিদ খানের
আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। ফলে দেশটির অনেক কিছুতেই পরিবর্তন আসছে। দেশটির ক্রিকেট নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে, আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান মনে করছেন, তালেবান ক্ষমতায় এলেও ক্রিকেটে খুব একটা প্রভাব পড়বে না। দেশের সবাই ক্রিকেটকে ভালোবাসে বলে জানালেন এই লেগ স্পিনার।
নিজ দেশ আফগানিস্তানে এত কিছু হলেও এই সময়ে ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্ট খেলতে ব্যস্ত রশিদ খান। ইংল্যান্ডে থেকেও দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন তিনি। উদ্বিগ্ন ছিলেন পারিবারের সদস্যদের জন্য। আপাতত কিছুটা চিন্তামুক্ত মনে হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে স্বস্তির কথাই শোনালেন এই তারকা ক্রিকেটার।
রশিদ খান বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট খুব বেশি প্রভাবিত হবে না। দেশে সবাই ক্রিকেটাকে খুব ভালোবাসে। খেলাটাকে তারা পছন্দ করে, ক্রিকেটারদের পাশে থাকে এবং সেটা দেখাটা দারুণ। গত কিছু দিনে আমরা (তালেবানের) কিছু সাক্ষাৎকার দেখেছি। তাঁরা খেলা নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে, তাঁদের কোনো সমস্যা নেই। খেলোয়াড়দের তাঁরা বিশ্বজুড়ে খেলতে ও লড়তে দেখতে চান। খেলা দেখতে ভালোবাসেন। এই মুহূর্তে তাঁরা ক্রিকেটে সমস্যা দেখছেন না।’
এর আগে গত বৃহস্পতিবার কাবুলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদর দপ্তরে যায় তালেবান বাহিনী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ’-এর খবরে জানা যায়, আফগানিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল্লা মাজারিওকে সঙ্গে নিয়ে সেখানে যায় তালেবান।
সব মিলে মনে হচ্ছে, আফগান ক্রিকেটে শঙ্কার কালো মেঘ সরে গেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলনে ফিরেছেন ক্রিকেটারেরা। গত বুধবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন ক্রিকেটারেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছে এসিবি। শ্রীলঙ্কা সফরে যাবে আফগান দল।
ফেসবুক পোস্টে এসিবি লিখেছে, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শেষ ধাপের প্রশিক্ষণ শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটারেরা। আসন্ন ম্যাচগুলোর প্রস্তুতি নিতে কাবুলে প্রশিক্ষণ নিচ্ছে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে দ্রুত শ্রীলঙ্কা সফরে যাবে আফগান জাতীয় ক্রিকেট দল।’
সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হওয়ার কথা থকালেও আইপিএলের কারণে শ্রীলঙ্কায় হচ্ছে। সেপ্টেম্বরের শুরুতে মাঠে গড়াবে সিরিজটি।