তাসকিনকে দলে না নেওয়ার কারণ জানালেন তামিম
সিরিজের প্রথম ওয়ানডেতে তাসকিন আহমেদ বল হাতে বড় কোনো সাফল্য না পেলেও বেশ মিতব্যয়ী ছিলেন। আট ওভার বল করে ২৫ রান দিয়েছেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে এই তরুণ পেসারকে একাদশের বাইরে রাখা হয়েছে।
কেন তাসকিনকে একাদশের বাইরে রাখা হয়েছে, বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তাসকিনের খেলা মিস করাটা দুর্ভাগ্যজনক বলে মনে করেন তিনি। অবশ্য উইকেটের কারণে ব্যাট করতে পারা একজন স্পিনার দলে নিয়েছেন তাঁরা।
এ সম্পর্কে তামিম বলেন, ‘আমি মনে করি তাসকিন প্রথম ম্যাচে ভালো বোলিং করেছেন। গতকাল যখন আমরা উইকেট দেখতে গিয়েছিলাম, তখন আমরা ভেবেছিলাম আরও একজন স্পিনার নেওয়া দরকার। এই উইকেটে বল খুব বেশি ঘোরে। এই কারণেই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘যেহেতু আমরা সিরিজ জয় করেছি, আমি মনে করি আমাদের অন্যদের সুযোগ দেওয়া উচিত (যারা প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে পারছে না)। তা ছাড়া কেউ চোট পেলে কাউকে দলে আনা কঠিন হয়ে পড়ে, তাই পরের ম্যাচে হয়তো আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন।’