তিন জন বাদে দেশে ফিরে আসছে ক্রিকেট দল
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে তাই সাকিবদের মিশন শেষ। তাই দেশের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে দেশে আসছেন না সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।
সোমবার সকালে হোটেল ছাড়ে বাংলাদেশ দল। পরে স্থানীয় সময় সকাল ১০ টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া ছাড়েন তারা। সবকিছু ঠিক থাকলে সোমবার দিবাগত রাত পৌনে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।
অ্যাডিলেড থেকে রাজধানী ঢাকার বিমান না ধরে অধিনায়ক সাকিব যাবেন যুক্তরাষ্ট্র। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। এ ছাড়া সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটিয়ে দেশে ফিরবেন। কয়েকজন কোচিং স্টাফও নিজ নিজ দেশে গিয়েছেন। সবাইকে আগামী ২০ নভেম্বরের মধ্যে ঢাকায় ফিরতে হবে।
গতকাল রোববার পাকিস্তানকে হারাতে পারলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতো বাংলাদেশ। কিন্তু অ্যাডিলেড ওভালে ৫ উইকেটের হারে বিদায় নিতে হয়েছে সাকিবদের। তবে এবারের বিশ্বকাপে এসেছে দুটি জয়। গ্রুপপর্বে জিম্বাবুয়েকে ৩ রানে আর নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ দল।
সবশেষ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। এরপরে বিশ্বকাপের মূল পর্বে জয় পেতে দীর্ঘ ১৫ বছর অপেক্ষা করেছে বাংলাদেশ। সে হিসেবে এবারের বিশ্বকাপ সাকিবদের জন্য আরাধ্য জয় এনে দিয়েছে।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানে, ভারতের বিপক্ষে ৫ রানে ও পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে কিছুটা মলিন হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপ শেষে আগামী ১ ডিসেম্বর ২ ম্যাচের টেস্ট আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারত। সেই সিরিজের প্রস্তুতি শুরু হবে শীঘ্রই। আগামী ৪, ৭ এবং ১০ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে ৩ ওয়ানডে। ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২২-২৬ ডিসেম্বর হবে মিরপুরে। পরে ২৭ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারত।