তিন বছর পর একাদশে ফিরলেন তাসকিন
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের একাদশে পরিবর্তন আনার ব্যাপারে আগেই আভাস দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। অবশেষে সেটাই হয়েছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির একাদশে দুই পরিবর্তন এনেছে স্বাগতিকেরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের একাদশে ফিরেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচে অংশ নেন তাসকিন। দীর্ঘ তিন বছরের বেশি সময় পর ওয়ানডে একাদশে ফিরলেন এই পেসার।
তাসকিন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আগের দুই ম্যাচ খেলা তরুণ মুখ হাসান মাহমুদ ও রুবেল হোসেনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে তামিম ইকবালের দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে যথারীতি সকাল সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস ও নাগরিক টিভি।
আজকের ম্যাচটির মাধ্যমে দুই বছরের বেশি সময় পরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে অংশ নেয়। ওই ম্যাচের পর স্টেডিয়ামটিতে দুটি টেস্ট এবং টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, জামার হ্যামিল্টন, কোয়েন হার্ডিং, এনক্রুমা বোনের, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, রেমন রিফার, আকিল হোসেন।