ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ দল ঘোষণা
আর কদিন বাদে নেপালে বসছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক নেপাল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাংলাদেশও এই আসরে অংশ নেবে। আসরকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই আসরের দল ঘোষণা করে।
২৪ সদস্যের দলে নতুন মুখ আছেন পাঁচজন। তাঁরা হলেন- ডিফেন্ডার হাবিবুর রহমান, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান ও স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল।
দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন, ডিফেন্ডার তপু বর্মণ, সেন্টারব্যাক ইয়াসিন খান, মিডফিল্ডার মামুনুল ইসলাম, রবিউল ইসলাম, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও তৌহিদুল আলম।
আগামী ২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে বসছে আসরটি। বাংলাদেশ দলের নেপাল যাওয়ার কথা ২০ মার্চের মধ্যে। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে।
এদিকে আগামী ২৫ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের। নির্ধারিত সময়ে এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে নেপালে তিন জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : আনিসুর রহমান, আশরাফুল ইসলাম, শহীদুল আলম (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, হাবিবুর রহমান (ডিফেন্ডার), বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ (মিডফিল্ডার), মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা ও মেহেদী হাসান রয়েল (ফরোয়ার্ড)।