দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা সাফল্য সাকিবের
আগামীকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়াইয়ে নামছে বাংলাদেশ। এই প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সেরা সাফল্য সাকিব আল হাসানের।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪ ম্যাচ খেলে চারটি হাফসেঞ্চুরিতে ৩৯৭ রান করেছেন সাকিব। দ্বিতীয় সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১২ ম্যাচে ৩০৩ রান করেন তিনি। ১১ ম্যাচে ২৯২ রান করেন মুশফিকুর রহিম।
বল হাতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা পারফরমার সাকিব। ১৪ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি। ৬ ম্যাচে ১২ উইকেট পান রুবেল হোসেন। ৭ ম্যাচে ৮ উইকেট আব্দুর রাজ্জাকের। আর ৮ উইকেট পান মুস্তাফিজুর রহমান।
এদিকে চারবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলেছে বাংলাদেশ। তিনটি সিরিজ ও একটি বিশ্বকাপে কোনো সাফল্য পায়নি লাল-সবুজের দল। ২০০২, ২০০৮ ও ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর করে বাংলাদেশ। আর ২০০৩ বিশ্বকাপে কানাডা ও কেনিয়ার মতো দলের কাছে হেরছিল বাংলাদেশ। এবার কেমন করবে সেটিই দেখার।
কাল ওয়ানডে সিরিজ শুরু। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।