দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জিততে চায় বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ইতিহাস গড়ে জিতেছিল লাল-সবুজের দল। সে ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচে ধরে রাখতে পারেনি তারা। তারপরও আশাবাদী বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিততে চায় তারা। আগামীকাল বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে টাইগাদের এটি প্রথম সাফল্য। ১৯ ম্যাচ পর এই জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হারে তারা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বসছে তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
এই ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় ছিল। তাঁর পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে। শেষ পর্যন্ত সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, খেলবেন কালকের ম্যাচ। প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
এদিকে দ্বিতীয় ওয়ানডে হারের কারণে বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা বেশি।
এদিকে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরিনি।