দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন সাকিব, জানালেন বিসিবি সভাপতি
গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাননি সাকিব আল হাসান। খেলেননি নিউজিল্যান্ড সিরিজেও। এবার দক্ষিণ আফ্রিকায় তাঁর যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি রয়েছিল। শেষ পর্যন্ত প্রোটিয়া সফরে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। আজ সোমবার বিসিবি সাভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টেস্ট খেলবেন।
এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘তার টেস্ট না খেলার কোনো কারণ দেখছি না। সে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে। আজ দূর থেকে আমি তাকে বললাম দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলে আসার পর তোমার সঙ্গে বসব। সে বলল, আপনি যা বলেন।’
এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল, ৬ মাস টেস্ট খেলবে না। সেটা আইপিএলের নিলামের আগে। এরপর আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল সে শ্রীলঙ্কা সিরিজে খেলবে (মে মাসে), দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, পরিস্থিতি বদলে গেছে। সে বলেছে, এই ওয়ানডে সিরিজের পরই সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলবে।’
জালাল ইউনুস আরো বলেন, ‘আমরা ক্রিকেটারদের স্টাফ হিসেবে বিবেচনা করি না। তারাও ক্রিকেটের স্টেকহোল্ডার, চুক্তিগত বাধ্যবাধকতা তাদের থাকে, কিন্তু কারও সমস্যা থাকলে বলতেও পারে। এই সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে আমরা কীভাবে নেব। সে (সাকিব) যদি মনে করে যে এই বছর খেলব, আগামী বছর খেলব না, বা এই কটা টেস্ট খেলব, এটা বলতে পারে। এই স্বাধীনতা একটা ক্রিকেটারের থাকতে পারে। দেখা যাক, কী বলে। সার্বিক বিষয় নিয়েই কথা হবে, অন্তত এক বছরের পরিকল্পনা জানতে চাই আমরা।’
বিসিবির এই পরিচালকের কথায়, ‘কেউ যদি বলে এই সিরিজে খেলব, অন্য সিরিজে খেলব না, এই ফরম্যাটে খেলব, অন্য ফরম্যাটে খেলব না, এটা তো তাদেরকে পরিষ্কার করতে হবে। আজকে একটা বলল, কালকে আবার বদলে ফেলল। আমরা তাকে সেই সুযোগটা দিচ্ছি যে আলোচনার মাধ্যমে শেষ করতে।’