দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ দলে চমক
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে গত কয়েক ধরেই আলোচনা চলছিল। এ বিষয়ে বারবার প্রশ্ন করা হলেও নীরব ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশেষে সব শঙ্কা কেটে গেল। সাকিব আল হাসানকে নিয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব ছাড়াও টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল। শেষ ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খেলেছিলেন তামিম। এ ছাড়া ওয়ানডে দলে চমক হিসেবে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আর ওয়ানডের জন্য দিয়েছে ১৬ সদস্যের দল।
আগামী ১১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে গিয়ে একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমে পড়বে বাংলাদেশ দল। সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে গড়াবে ১৮ মার্চ। সিরিজের পরের দুটি ম্যাচ যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। দ্বিতীয়টি হবে জোহানেসবার্গে আর শেষ ওয়ানডেটি হবে সেঞ্চুরিয়নে।
ওয়ান সিরিজ শেষে সাদা-পোশাকের লড়াই শুরু হবে ৩১ মার্চ। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৮ এপ্রিল, পোর্ট এলিজাবেথে। ওয়ানডে সিরিজটি হলো বিশ্বকাপ সুপার লিগের আর টেস্ট সিরিজটি হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।
ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।
টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।