দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচ খেলবেন সাকিব?
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই খেলবেন বলে জানিয়েছেন তিনি। তবে সবগুলো ম্যাচ খেলবেন কি না, সেটা নিশ্চিত নয়। শারীরিক ও মানসিক ধকলের কথা বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট সাকিবকে বিশ্রাম দিতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব সব ফরম্যাটে এভেইলেবল। তিন ওয়ানডে, দুটি টেস্ট হবে। এমন হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনো ম্যাচে ওকে ড্রপ দিতে পারে। এমনও হতে পারে ও একটা ম্যাচে বিশ্রাম চেয়েছে। এটা নিয়ে এত হুলস্থূল করার কিছু নেই। আমার ধারণা সবই খেলবে।’
আগামী শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের আগে মাত্র চার দিন অনুশীলন নেওয়ার সুযোগ পাবেন ওয়ানডে দলের সদস্যেরা। দেরিতে যাওয়ায় সাকিব অনুশীলনের সুযোগ পাবেন আরো কম। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।