দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নীরব সাকিব
গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলতে যাননি সাকিব আল হাসান। খেলেননি নিউজিল্যান্ড সিরিজেও। এবার দক্ষিণ আফ্রিকায় তাঁর যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, প্রোটিয়া সফরে যাচ্ছেন সাকিব। কিন্তু, বিষয়টি নিয়ে জানতে চাইলে নীরব ছিলেন তারকা অলরাউন্ডার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মধ্যে দুই ঘণ্টার ছুটি নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে একটি শো-রুম উদ্বোধন করেছেন সাকিব।
শো রুম উদ্বোধনের দিনে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। তবে সেদিন কথা বলেন, নিজের মোটরসাইকেল কালেকশন, পছন্দের মোটরসাইকেল নিয়ে। সেইসঙ্গে প্রসঙ্গ ওঠে দক্ষিণ আফ্রিকা নিয়েও।
অবশ্য এ ব্যাপার নিয়ে স্পষ্ট কিছু বলেননি সাকিব। হাসির ছলে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘স্পোর্টস নিয়ে কোনো কথা বলবেন না। এটা (দক্ষিণ আফ্রিকা সফর) নিয়ে খোলাসা করার কিছু নেই। জানতে চান, জানতে পারবেন। আসুন, নাস্তার সময় হয়ে যাচ্ছে।’
এর আগে গত সোমবার সাকিবের ব্যাপারে নাজমুল হাসান বলেন, “তার টেস্ট না খেলার কোনো কারণ দেখছি না। সে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে। দূর থেকে আমি তাকে বললাম, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলে আসার পর তোমার সঙ্গে বসব। সে বলল, ‘আপনি যা বলেন।’”
একই দিনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘সাকিব একটা চিঠি দিয়েছিল, ছয় মাস টেস্ট খেলবে না। সেটা আইপিএলের নিলামের আগে। এরপর আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল, সে শ্রীলঙ্কা সিরিজে খেলবে (মে মাসে), দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলার কথা ছিল না। এখন আইপিএলে যেহেতু যাচ্ছে না, পরিস্থিতি বদলে গেছে। সে বলেছে, এ ওয়ানডে সিরিজের পরই সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলবে।’