দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলবেন না সাকিব?
আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে সিএসএ। সিরিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। আসন্ন সিরিজের দুটি টেস্টে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় রয়েছে।
বিসিবির এক সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের বাইরে থাকতে পারেন সাকিব। অবশ্য গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেননি তিনি।
বিসিবির ক্রিকেট কিমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সাকিব বোর্ডকে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। তার পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার বিষয়ে কিছু বলেনি।’
সাকিবের এমন কথা থেকে মনে করা হচ্ছে টেস্ট সিরিজ খেলবেন না তিনি। কয়েক মাস আগে বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার জানিয়েছিলেন, তিন ধরনের ক্রিকেটে ক্রমাগত খেলার ধকল নিতে পারছেন না তিনি। ৩৪ বছর বয়স হয়েছে তাঁর। সাদা বলের ক্রিকেটে বেশি নজর দিচ্ছেন তিনি। সে কারণেই হয়তো কয়েকটি টেস্ট সিরিজে বিশ্রাম নিচ্ছেন।
মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। ১৮ মার্চ শুরু ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ মার্চ বাকি দুটি ওয়ানডে ম্যাচ। এর পর ৩১ মার্চ প্রথম ও ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। ২৪ মার্চ ওয়ানডে সিরিজ শেষ হলে দেশে ফিরে আসতে পারেন সাকিব, খেলতে পারেন আইপিএলে।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি শুরুর সম্ভাব্য তারিখ, ২৭ মার্চ। দল পেলে আইপিএলের শুরু থেকেই সাকিবের খেলার পথে কোনো বাধা রাখেনি বিসিবি।
এদিকে চলমান বিপিএলে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন সাকিব। প্রায় প্রতি ম্যাচেই ব্যাটে-বলে উজ্জ্বলতা ছড়াচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের হাত ধরে উড়ছে ফরচুন বরিশালও। নয় ম্যাচে ছয় জয়ে প্রথম ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে দলটি। প্রথম চার ম্যাচের মধ্যে একটিতে জয় পাওয়া বরিশাল পরের পাঁচ ম্যাচেই জিতে শীর্ষে রয়েছে। সবার আগে শেষ চারে জায়গা করে নিয়েছে বরিশাল। শেষ চারটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাকিব।
চট্টগ্রামে গত ৩১ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ৪১ রানের চমৎকার একটি ইনিংসের সঙ্গে বল হাতে ১০ রানে দুই উইকেট নেন সাকিব। ১ ফেব্রুয়ারি পরের ম্যাচে আরো উজ্জ্বলতা ছড়ান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ৫০ রান এবং বল হাতে ২৩ রানে তিন উইকেট নেন।
সিলেটে গত সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাট হাতে ৫০ রান এবং বল হাতে ২০ রানে দুই উইকেট নেন। আর গতকাল মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৯ বলে ৩৮ রানের ঝলমলে ইনিংস এবং ২৩ রান খরচায় দুই উইকেট নেন।